কঙ্গো প্রজাতন্ত্রে তামা ও কোবাল্ট খনির সেতু ধসে নিহত ৩২

তামা ও কোবাল্ট খনির সেতু ধস
বিদেশে এখন
0

খনি উত্তোলনকারীদের অতিরিক্ত ভিড়ের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি তামা ও কোবাল্ট খনির সেতু ধসে অন্তত ৩২ জন নিহত হয়েছে। রোববার, দেশটির দক্ষিণ-পূর্ব লুয়ালাবা প্রদেশে এ হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউম্বে মায়ান্ডে।

প্রবল বৃষ্টিপাতের কারণে আগাম ভূমিধসের আশঙ্কায় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খনিটি বন্ধের নির্দেশনা দিলেও, এটি না মেনে সেখানে ভিড় জমায় অবৈধ উত্তোলনকারীরা। আর এতেই হুড়োহুড়ি করে নির্মাণাধীন একটি সেতু পার হতে গিয়ে ধসের ঘটনাটি ঘটে।

তবে কঙ্গোর একটি খনি সংগঠনের দাবি, ঘটনাস্থলে খনি উত্তোলনকারীদের ওপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে খনি উত্তোলন নিয়ে স্থানীয়দের সঙ্গে সরকারের বিরোধ চলে আসছে।

এএইচ