শিশুদের খেলনায় ক্ষতিকর অ্যাসবেসটস, অস্ট্রেলিয়ায় ৭০ স্কুল বন্ধ

ক্ষতিকর অ্যাসবেসটস পাওয়ার পুলিশের সতর্কীকরণ বার্তা
বিদেশে এখন
0

শিশুদের খেলনা বালুতে ক্ষতিকর অ্যাসবেসটস পাওয়ায় অস্ট্রেলিয়ার ৭০টির বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে বন্ধ রাখা হয়েছে নিউজিল্যান্ডের কমপক্ষে পাঁচটি স্কুল।

পরীক্ষাগারে শিশুদের খেলনা বালুতে ট্রিমালাইট এবং ক্রাইসোটাইল অ্যাসবেসটসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে এসব খেলানার পণ্য স্কুল থেকে প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়।

বন্ধের সময় এসব স্কুলে পরিচ্ছন্নতার কাজ করা হবে। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি কর্তৃপক্ষ জানিয়েছেন, পাবলিক স্কুলগুলোতে এসব পণ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কিছু স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।

একই কারণে নিউজিল্যান্ডে ৫ টি স্কুল বন্ধের পর ১২০ টি স্কুল সরকারের কাছে এ নিয়ে শঙ্কা জানিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অ্যাসবেস্টস একটি নিষিদ্ধ পদার্থ, নিঃশ্বাস বা খাবারের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করলে এবং হজম করলে এটি বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করতে পারে।

এএইচ