৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত

কুয়েত সিটির ছবি
বিদেশে এখন
0

কুয়েতের অপরাধ দমন আইনের আওতায় সদ্য সমাপ্ত হওয়া বছরে প্রায় ৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ফেরত পাঠানো কর্মীদের আঙ্গুলের ছাপ নিয়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

দেশটির আরব টাইমস এক প্রতিবেদনে জানায়, আটক পরবর্তী নিজ দেশে ফেরত পাঠানো ৩৯ হাজার ৪ শ ৮৭ জন অভিবাসীর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিক রয়েছে।

আরও পড়ুন:

যারা দেশটিতে আবাসন আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসা পরিচালনা ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অপরাধে ফৌজদারি মামলায় আটক হয়। ফেরত পাঠানো নারী-পুরুষ কেউই পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না।

ইএ