ছয় হাজার কারাবন্দি মুক্তি দিয়েছে জান্তা সরকার

জান্তা সরকার প্রধান জেনারেল মিন অং হ্লাই
বিদেশে এখন
0

এবার স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ধশত বিদেশি নাগরিকসহ ৬ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির জান্তা প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া, খুন ও ধর্ষণ বাদ দিয়ে লঘু অপরাধের দায়ে আটক বেশ কিছু কারাবন্দির সাজা কমানো হয়েছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীনতা লাভ করে মিয়ানমার। ৭৮তম স্বাধীনতা দিবসে কারাবন্দিদের সাজা মওকুফের পর জান্তা প্রধান জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন:

জান্তা সরকারের মুখপাত্র নিশ্চিত করেছেন, জনমনে আতঙ্ক তৈরি করতে পারে এমন বক্তব্যের জেরে আটক ৬ শতাধিক বন্দিকেও মুক্তি দিয়েছে জান্তা। এছাড়া, জুয়া খেলার অপরাধে আটক ভিনদেশি নাগরিকসহ মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশকারী ইন্দোনেশিয়ানদের সাজা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

তবে কারাবন্দি নেত্রী অং সান সু চির মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি দেখাচ্ছে না জান্তা।

ইএ