জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) পশ্চিম জাপানের চুগোকু অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি বড় আফটার শক অনুভূত হয়।

জাপানের আবহাওয়া অফিস জানায়, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচার। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা।

আরও পড়ুন:

তবে ভূমিকম্পের কারণে একটি বুলেট ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। বিশ্বে ভূ-কম্পন অনুভূত দেশের তালিকায় শীর্ষে জাপান। দেশটিতে মাঝে-মধ্যেই ৬ বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ইএ