স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (শনিবার, ৯ জানুয়ারি) ভিক্টোরিয়ার উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। পরিস্থিতির উন্নতি না হলে সেখানকার দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
এদিকে রয়টার্স জানিয়েছে, ভিক্টোরিয়ার লংউড শহরের কাছে জ্বলতে থাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩৫ হাজার হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতবাড়িও।
আর ওয়ালওয়ার দাবানল প্রায় ২০ হাজার হেক্টর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গেল ৭ জানুয়ারি এ দুই অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। ২০১৯ সালের পর এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ংকর দাবানল পরিস্থিতি।





