ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন
বিদেশে এখন
0

গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না।

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে পারেন।

আজ (রোববার, ১৮ জানুয়ারি) এ বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা।

পরে তারা একটি বিবৃতিতে বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করা হয়েছে এবং যা ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতিতে গড়াতে পারে। ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার পক্ষেই তাদের অবস্থান।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে ন্যাটো সদস্যরা। এরইমধ্যে গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

এএইচ