হরতাল-অবরোধে সীমান্তবর্তী পরিবহন শ্রমিকদের আয় কমেছে

এশিয়া
বিদেশে এখন
0

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে কয়েক মাসের হরতাল-অবরোধে পশ্চিমবঙ্গের সীমান্তগুলো দিয়ে কমেছে যাত্রী পারাপার। এতে করে পেট্রাপোল ও বনগাঁ সীমান্তে থাকা পরিবহন শ্রমিকদের আয়ও কমেছে।

চিকিৎসা ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের গন্তব্য ভারত। আর বেশিরভাগ মানুষই তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে যায়।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিবছর মোট বাংলাদেশির প্রায় ৯০ শতাংশই চিকিৎসার প্রয়োজনে যান। এতে করে পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে আয়-রোজগারের পথ খুঁজে নিয়েছেন বহু মানুষ। এদের বেশিরভাগই সেখানকার পরিবহন খাতের সঙ্গে যুক্ত রয়েছে।

পেট্রাপোল ও বনগাঁ সীমান্তের অটো চালকরা বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারবিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে প্রায় ৮০ শতাংশ যাত্রী পারাপার কমেছে। ফলে আমাদের আয়ও অর্ধেকে নেমে গেছে।

এদিকে আয়-রোজগার বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন অটো চালকরা। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ বা লাগেজের অতিরিক্ত ভাড়াও আদায় করছেন তারা। এমন অভিযোগ করছেন যাত্রীরা, তবে তা অস্বীকার করছে পশ্চিমবঙ্গের অটো ইউনিয়ন।