ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্র বলছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপির ৪ জন ও নীতিশ কুমারের জেডিইউর ২ জন জায়গা পাচ্ছেন ক্যাবিনেটে।
টিডিপির পক্ষ থেকে নতুন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রাম মোহন নাইডু, হারিশ বলাযোগী ও দগ্গুমাল্লা প্রসাদের নাম শোনা যাচ্ছে। আর জেডিইউ থেকে শোনা যাচ্ছে লালন সিং ও রাম নাথ ঠাকুরের নাম।
শনিবার (৮ জুন) বিকেলে এনডিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে রাহুল গান্ধীকে লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে প্রস্তাব দিয়েছে কংগ্রেস।
বিকেলে দলটির ওয়ার্কি কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। আর সোনিয়া গান্ধীকে কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে প্রস্তাব করেছেন দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।