সেনাবাহিনী সূত্রের বরাতে রয়টার্স জানায়, বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করে চিহ্নিত করা হলেও, অব্যাহত আছে উদ্ধার অভিযান।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে, কয়েকটি ডেটোনেটর অন্যত্র সরিয়ে নেয়ার সময় তীব্র ঝড় ও বজ্রপাতের কবলে পড়েন কয়েকজন সেনাসদস্য। এরই একপর্যায়ে বিস্ফোরণে তাদের প্রাণহানি হয়।
বজ্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। যদিও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণের জন্য নতুন একটি তদন্ত কমিটি গঠন করেছে ভিয়েতনামিজ প্রতিরক্ষা বিভাগ।