কলকাতার আবাসিক হোটেলে আগুন, দুই শিশুসহ ১৪ মৃত্যু

এশিয়া
বিদেশে এখন
0

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে দুই শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও জানা যায়নি কারণ। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোটেলে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনিও।

ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই কলকাতার বড়বাজার এলাকার আবাসিক হোটেল ঋতুরাজ। মুহূর্তেই হোটেলটি পরিণত হয় গ্যাস চেম্বারে। এতে দম বন্ধ হয়ে প্রাণ গেছে অনেকের।

কর্তৃপক্ষ জানায়, ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৮৮ জন অতিথি উপস্থিত ছিলেন। মধ্য কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার এই ঘটনায় হতাহতের সংখ্যা বেশি বলেও জানান অনেকে।

আগুন লাগার সময় হোটেলে থাকা অতিথিরা দৌড়ে ছাদে চলে গিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে সাহায্য প্রার্থনা করেন। মৃতদের মধ্যে অনেকে রুম থেকেও বের হতে পারেননি।

কলকাতা পুলিশ প্রধান মনোজ কুমার বর্ম জানিয়েছেন, ঘটনার তদন্তে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফলপট্টির এই হোটেলে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মৃতদের পরিবারের জন্য দুই লাখ, আর আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দেন তিনি।

এসএস