ইস্তাম্বুলে প্রায় ৪শ' মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ

ইস্তানবুল পুলিশ
এশিয়া
বিদেশে এখন
0

তুরস্কের ইস্তাম্বুলে প্রায় ৪শ' মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক দিবসের আন্দোলন দমনে শহরজুড়ে মোতায়েন করা হয় ৫০ হাজার পুলিশ সদস্য। বৃহস্পতিবার অনেক স্থানে পুলিশের সাথে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের।

এ সময় আটকদের জোর করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। ২০১৩ সাল থেকে বিক্ষোভ নিষিদ্ধ থাকা তাকসিম স্কয়ারে বিক্ষোভকারীদের যাওয়া ঠেকাতে বন্ধ ছিল গণপরিবহন। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র এলাকাটিতে ছিল কঠোর লকডাউন।

পুরো চত্বর ঘিরে ছিল ধাতব ব্যারিকেড। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি দেয়া ছিল শ্রমিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের।

কিন্তু ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের জেরে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মে দিবসের কর্মসূচি দমন করে এরদোয়ান প্রশাসন।

এএইচ