আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সমবেদনা

আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ
এশিয়া
বিদেশে এখন
1

ভারতের আহমেদাবাদে লন্ডনগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হটলাইন চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ১৮০০ ৫৬৯১ ৪৪৪ নম্বরে কল করে জানতে পারবে সবশেষ আপডেট। বিমান দুর্ঘটনা দুঃখজনক মন্তব্য করে সার্বক্ষণিক খোঁজ রাখছেন রাজা চার্লস।

ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ ১ জন কানাডা ও ৭ জন পর্তুগিজ যাত্রী ছিলেন বলে আল জাজিরা সূত্রে জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খোলা হয়েছে জরুরি হটলাইন নম্বর। তদন্ত করতে অথরিটিকে পূর্ণ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন।

এএইচ