মাটি থেকে মাত্র ৬২৫ ফুট উঁচুতে ছিল বিধ্বস্ত হওয়া বিমানটি

বিধ্বস্ত বিমান
এশিয়া
বিদেশে এখন
1

ভারতের আহমেদাবাদে দুর্ঘটনায় বিধ্বস্ত ‘এয়ার ইন্ডিয়ার’ বিমানটি মাটি থেকে মাত্র ৬২৫ ফুট উঁচুতে ছিল। ফ্লাইটরাডা২৪-এর তথ্য মতে, বিমানটি ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) ‘বিপদবার্তা’ পাঠান পাইলট। বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। এরপরই এটি দ্রুত নিচে নামতে শুরু করে। মেঘানিনগরের কাছে বসতি এলাকায় শেষ পর্যন্ত ভেঙে পড়ে।

আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে থেকে উড্ডয়ন করে এআই-১৭১ বিমানটি। রানওয়ে থেকে উড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগবিচ্ছিন্ন হয় এটিসির সঙ্গে।

দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পরপরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি।

বিমানটি এদিন দিল্লি থেকে আহমেদাবাদে আসে। এরপর সেটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য।

এনএইচ