নিহতদের মধ্যে আছেন দুই পাইলট ও ১০ ক্রুসহ বিমানের মোট ২৪১ জন আরোহী। এছাড়াও বিধ্বস্ত বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানায় সেখানে দুই বহিরাগতসহ প্রাণ গেছে অন্তত ১০ শিক্ষার্থীর।
তবে উদ্ধার করা গেছে বিমানের ব্ল্যাকবক্স। এনডিটিভি জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার ধ্বংসাবশেষ সরানো থেকে আহতদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ৪০ জন ইঞ্জিনিয়ার এবং ১০০ এর বেশি কর্মী।
এরআগে গেল বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার সেভেন এইট সেভেন মডেলের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।