সফরে মণিপুর রাজধানী ইমফল ও চূরাচাঁদপুরে গেছেন মোদি। সফরে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন:
এছাড়া ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুর পুলিশ হেডকোয়াটার্স ভবনেরও উদ্বোধন করবেন তিনি। এগুলোর পাশাপাশি, ইমফলে একটি জনসভাতেও যোগ দিবেন মোদি।
এর আগে, আজ সকালে মিজোরামের আইজলে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে বৈরাবি-সাইরাং রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এটি মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য অংশকে যুক্ত করবে।