ভিনদেশের ওপর যারা নির্ভরশীল তারাই ভারতের প্রধান শত্রু: মোদি

নরেন্দ্র মোদি
এশিয়া
বিদেশে এখন
0

ভিনদেশের ওপর যারা নির্ভরশীল তারাই ভারতের মূল শত্রু বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) গুজরাটে সমুদ্র থেকে সমৃদ্ধি শীর্ষক একটি রোড শো শেষে জনসভায় এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, বিরোধী দল কংগ্রেসের লাইসেন্স সিন্ডিকেটের কারণে বিশ্ববাজারে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। মোদি আরও মন্তব্য করেছেন, কংগ্রেস বরাবরই সম্ভবনাময় ভারতীয় জনগণকে অবজ্ঞার চোখে দেখে আসছে।

২০২২ সালে ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনে ভূমিধস সাফল্য পায় ক্ষমতাসীন বিজেপি। রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ ১৫৬টি আসন জিতে তিন দশকের মধ্যে কংগ্রেসকে সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি দাঁড় করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

চলতি বছর থেকেই ২০২৬ ও ২০২৭ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো। সেখানে পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টি। মূলত নয়া প্রকল্পের উদ্বোধনের বার্তা দিলেও, নরেন্দ্র মোদির গুজরাট সফরের সঙ্গে যে ২০২৭ এর বিধান সভা নির্বাচনের যোগসূত্র আছে তা অনুমান করা যায় তার বক্তব্য থেকেই।

শনিবার সমুদ্র থেকে সমৃদ্ধি শীর্ষক একটি রোড শোতে অংশ নেয়ার পর একটি জনসভায় অংশ নিয়ে কংগ্রেসকে রীতিমতো তুলোধুনো করেছেন মোদি। অভিযোগ করেন, এই কংগ্রেসের কারণে সম্ভাবনাময় ভারত রাষ্ট্র স্বাধীনতার পাঁচ থেকে ছয় দশক পরও পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে।

আরও পড়ুন:

শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বৈরিতার সু্যোগ নিয়ে বিরোধী শিবির যে অভিযোগের তীর ছুঁড়ছে তার জবাবে মোদি বলেছেন, যারা ভিনদেশের ওপর নির্ভরশীল হতে চায় তারাই দেশের সবচেয়ে বড় শত্রু। কংগ্রেসের বিরুদ্ধে লাইসেন্স সিন্ডিকেটের অভিযোগ তুলে মন্তব্য করেন, এ কারণে বিশ্ববাজারে পিছিয়ে গেছে ভারত।

এই আয়োজন থেকে রাজ্যের উন্নয়নে প্রায় ৩৪ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। সেখানেও উঠে এসেছে বাণিজ্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, আগে যেখানে ভারতীয় পণ্য আনা নেয়ার ব্যবহৃত জাহাজের ৪০ শতাংশই ছিল ভারতের তৈরি। বর্তমানে তা ৫ শতাংশে নেমে এসেছে।

এসএস