নির্বাচনী বিতর্কে বাইডেন হারের কারণ ঘুমের ওষুধ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে জো বাইডেনের ধরাশায়ী হওয়ার পেছনে ঘুমের ওষুধ একটি বড় কারণ ছিল। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন।

তিনি জানান, অনিদ্রার সমস্যার জন্য তার বাবা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওষুধ সেবন করতেন। তাই ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে বিপর্যয়ের মুখে পড়েন।

এর জেরেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বাইডেন। ছেলে হান্টার আরও জানান, ৮১ বছর বয়সে একটানা দীর্ঘ ভ্রমণে অনেকটা ক্লান্ত ছিলেন তার বাবা। মঞ্চে উঠার আগে তাকে ঘুমের ওষুধ অ্যাম্বিয়েন দেয়া হয়। যা ঘুমের সমস্যার স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহৃত একটি ওষুধ।

তবে এই বিতর্কের এক মাসেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান এবং তার জায়াগায় আসেন কামালা হ্যারিস।

এসএস