ছেলের সাজা কমাতে ক্ষমতাও ব্যবহার করবে না বাইডেন

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনের কারাবাস ঠেকানোর চেষ্টা করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের সাজা কমাতে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতাও ব্যবহার করবেন না তিনি।

ইতালিতে জি সেভেন জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া বাইডেন গতকাল (বৃহস্পতিবার, ১৩ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

২০১৮ সালে রিভলভার কেনার সময় নিজের মাদক সেবনের বিষয়ে মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। অভিযোগ প্রমাণিত বলে গেলো মঙ্গলবার (১১ জুন) রায় দেয় ডেলাওয়্যারের আদালত।

৫৪ বছর বয়সী হান্টারের দাবি, বন্দুক কেনার সময় চিকিৎসাধীন ও সুস্থতার পথে ছিলেন তিনি। সবমিলিয়ে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। যদিও ও সম্ভাবনা একেবারেই কম বলে বলছেন মার্কিন আইনবিদরা।

এসএস