হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ শিশুসহ নিহত ৬

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে ৫ যাত্রী একই পরিবারের। স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ঘুরতে এসেছিলেন তারা। বাকি এক জন পাইলট।

নিউইয়র্ক পুলিশ জানায়, হেলিকপ্টারটি নিউজার্সির দিকে যাচ্ছিলো। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পরই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা সেখান যান। তবে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে বলে জানায় নিউইয়র্ক পুলিশ। বাকি দুইজন হাসপাতালে আনার পর মারা যান। নিহতের পরিবারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় দেশটির ফেডারেল এভিয়েশন।

এএইচ