নিউইয়র্ক পুলিশ জানায়, হেলিকপ্টারটি নিউজার্সির দিকে যাচ্ছিলো। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পরই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা সেখান যান। তবে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে বলে জানায় নিউইয়র্ক পুলিশ। বাকি দুইজন হাসপাতালে আনার পর মারা যান। নিহতের পরিবারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় দেশটির ফেডারেল এভিয়েশন।