অতিবৃষ্টি-ভূমিধসে কলম্বিয়ায় একজনের মৃত্যু

কলম্বিয়ায় অতিবৃষ্টি-ভূমিধস
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

কলম্বিয়ায় অতিবৃষ্টি ও ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ব্যারির আঘাতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত মধ্য মেক্সিকোর লুইস পোটিসি রাজ্য।

মেক্সিকোর বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। পানির তোড়ে ভেঙে গেছে শহরের রাস্তা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক হারে।

এদিকে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে কলম্বিয়ায়র গুয়াইউরিবা এবং ওকোয়া নদী। বন্যা ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। শহরে ১৮টি স্থানকে বন্যাকবলিত হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় সরকার। বন্ধ হয়ে গেছে ভিলাভিসেনসিও এবং বোগোটা শহরকে সংযুক্তকারী প্রধান সড়ক।

ভূমিধসে মারা গেছেন ৬৯ বছর বয়সী একজন।

এসএস