রাজধানীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিবির অলআউট অ্যাকশন ঘোষণা

আইন ও আদালত
0

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। রমজানেও বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি।

আজ (শনিবার, ১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশের কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, 'ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু হচ্ছে। এসময় শপিং মল, ব্যাংক, বীমা, রেলস্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাটসহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে।'

এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে।

চোর-ডাকাত, ছিনতাইকারীদের বেশিরভাগ ১৫ থেকে ৩০ বছর বয়সের উল্লেখ করে তিনি বলেন, 'তাদের অনেকেই কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।'

তবে ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ডিবির 'জিরো টলারেন্স' নীতি থাকবে।

সেজু