আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে প্রায় পাঁচ শতাধিক আহত ও ৯ জন নিহত হয়েছেন।
এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার তদন্ত চলছে। এ ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।
সেই সঙ্গে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে।