‘গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে চায় না ট্রাইব্যুনাল’

দেশে এখন
আইন ও আদালত
0

জুলাই-আগস্ট গণআন্দোলনে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতাবিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে প্রায় পাঁচ শতাধিক আহত ও ৯ জন নিহত হয়েছেন।

এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার তদন্ত চলছে। এ ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

সেই সঙ্গে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে।

সেজু