ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা

ময়মনসিংহ
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা
এখন জনপদে
আইন ও আদালত
0

ময়মনসিংহের গৌরীপুরে দোকান থেকে বাসায় যাবার পথে ব্যবসায়ী সুকান্ত দাসকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় আনা হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। গতকাল (বুধবার, ৯ এপ্রিল) রাত পৌনে ১২ টার দিকে শহরের কলাবাগান এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার পাটবাজারের মম টেলিকমের স্বত্বাধিকারী সুকান্ত দাস(৪৮) দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। শহরের কলাবাগান এলাকায় নিজ বাসার সামনে আসতেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত সুকান্ত দাস জানান, তিনি রাত পৌনে ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। রিকশাযোগে কলাবাগান এলাকার নিজ বাসার সামনে যেতেই ওঁতপেতে থাকা দুর্বৃত্ত্বরা রিকশায় থাকা অবস্থাতেই তাকে কুপিয়ে জখম করে। তার মাথা, ঘার, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও কার্টুন ভর্তি মোবাইল ফোন খোয়া যায়নি।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথা ও কানের কাছের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এসএইচ