কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ইলেকট্রিক ক্যাবল তিনদিন পর উদ্ধার

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ইলেকট্রিক ক্যাবল তিনদিন পর উদ্ধার
এখন জনপদে
আইন ও আদালত
0

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্গো এলাকা থেকে চুরি হওয়া তিন লাখ টাকা মূল্যের ইলেকট্রিক ক্যাবল তিনদিন পর উদ্ধার করা হয়েছে। গত বুধবার (৯ এপ্রিল) কর্তব্যরত আনসার সদস্যকে গলায় ছুরি ঠেকিয়ে তালা ভেঙে সংঘবদ্ধ চোর চক্র মূল্যবান এসব ক্যাবল নিয়ে যায়।

সংঘবদ্ধ এই চুরির ঘটনার তিনদিন পর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল (শুক্রবার, ১১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে অভিযান চালান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা।

অভিযানে কাপ্তাই কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ক্যাবল।

আজ (শনিবার, ১২ এপ্রিল) দুর্ধর্ষ চুরির ঘটনা ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন কবির।

তিনি বলেন, 'গেল বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের নতুন বাজার কার্গো এলাকায় ৪ থেকে ৫ জনের চোরের একটি দল জোরপূর্বক প্রবেশ করে। এসময় তারা কর্তব্যরত আনসার মোশাররফকে গলায় ছুরি ঠেকিয়ে জবাই করবে বলে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে চোরচক্রের অন্য সদস্যরা কার্গো অফিসের তালা কেটে তিন লাখ টাকার ইলেকট্রিক ক্যাবল (তার) চুরি করে নিয়ে যায়।'

তিনি আরো বলেন, 'তিন দিন পর শুক্রবার দিবাগত রাতে চুরি হওয়া এসব ক্যাবল উদ্ধার করা হয়েছে। তবে চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা আইনি ব্যবস্থা নেবো।'

এসএইচ