টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেবে দুদক

টিউলিপ ও ইন্টারপোল এবং দুদক
আইন ও আদালত
1

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আজ (মঙ্গলবার, ২৪ জুন) সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টিউলি‌প সিদ্দিকের বিরু‌দ্ধে দুর্নী‌তির মামলার কার‌ণে ব্রিটে‌নের রাজনী‌তি ভেঙে পড়‌বে? এমন প্রশ্নে তুলে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনের রাজনীতিকে খাটো করেছেন টিউলিপ।’

বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য-প্রমাণ পেয়ে তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের আদালতে এসেই তাকে আইনি মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি।

এনএইচ