বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনে সাবেক প্রধান বিচারপতির আদেশ স্থগিত

হাইকোর্ট প্রাঙ্গন
আইন ও আদালত
0

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ (রোববার, ২৯ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ রায় দেন। ২৭ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

এর আগে গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা। এরপর, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ বিধিমালায় আপত্তি জানিয়ে তা আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠান।

১৯৯৪ সালে বিচারকদের বেতন গ্রেড একধাপ নামানো হয়, যা নিয়ে হাইকোর্টে রিট করেন জেলা জজ ও জুডিশিয়াল বিচারকরা। ১৯৯৫ সালে হাইকোর্ট বেতন গ্রেড নামানো সিদ্ধান্ত স্থগিত করে বিচারকদের বিসিএস ক্যাডারভুক্ত করার প্রশ্নে রুল জারি করে।

১৯৯৭ সালে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস করার রায় দেয়। ১৯৯৯ সালে আপিল বিভাগ ১২ দফা নির্দেশনা দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায় দেয়, যা ২০০৫ সালেও বহাল থাকে।

এএইচ