গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন সন্ত্রাসী, পাশে নিহত সাংবাদিক তুহিন
এখন জনপদে
আইন ও আদালত
1

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মামলায় ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার উপ-পরিদর্শক দুলাল চন্দ্র দাস গ্রেপ্তার হওয়া আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টারসে এক ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গত ৭ আগস্ট সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপীসহ ৮ জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিবেদক ছিলেন।

এএইচ