বিচারকপুত্র হত্যাকাণ্ড: গণমাধ্যমে আসামির বক্তব্যের জেরে আরএমপি কমিশনারকে তলব

রাজশাহী
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
এখন জনপদে
আইন ও আদালত
1

রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান সুমন হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। আজ (শনিবার, ১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে কৌশলে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া।

একই সময়ে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশে গুরুতর আহত করেন তিনি। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালেও ভর্তি করে।

আরও পড়ুন:

কিন্তু এরপর দেখা যায়-পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দায়ী করে বক্তব্য দেন।

আদালত মনে করে, এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার (আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র, ৩৯ বিএলডি ৪৭০) স্পষ্ট লঙ্ঘন।

তাই পুলিশ হেফাজতে থেকে আসামিকে মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না-তার কারণ জানতে আদালত তলব করেছেন।

আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে কারণ দর্শানোর শুনানি অনুষ্ঠিত হবে।

সেজু