শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ

শাকসু ও হল সংসদ নির্বাচন
আইন ও আদালত
0

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ। দুপুর দুইটায় আদেশ দিবেন হাইকোর্ট।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে সব পক্ষের শুনানি শেষে আদেশের সময় নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী নির্বাচন স্থগিত না করার পক্ষে যুক্তি তুলে ধরেন। এর আগে রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এএইচ