সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী শাহরিয়ার আলম
শিক্ষা , ক্যাম্পাস
আইন ও আদালত
0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে যাওয়ার সময় শাহরিয়ারের বাইকের সাথে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য ভিকটিমের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত শাহরিয়ারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, '২৫-৩০ জন বহিরাগত হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ জায়গা হয়েছে, যার প্রতিফলন ঘটেছে এই হত্যাকাণ্ডে।'

তিনি বলেন, 'অন্য কোন রাজনৈতিক কারণ খুঁজছি না আপাতত। সহপাঠী হত্যার বিচারের দাবি করছি'

আসু