টানা এক সপ্তাহের বর্ষণ ও নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে দেশি মাছও বেশি পরিমাণে ধরা পড়ছে। ফলে বাজারে মাছের প্রাচুর্য তৈরি হয়েছে। শুক্রবার সকালে শহরের বিভিন্ন বাজারে বড় রুই মাছ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায়, যা আগে ছিল ৫০০ থেকে ৫৫০। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ গত সপ্তাহে যেখানে ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১,৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতারা বলছেন, দীর্ঘদিন পর মাছের বাজারে এমন স্বস্তি ফিরেছে। অন্যদিকে জেলেরা জানিয়েছেন, প্রাকৃতিকভাবে মাছ ধরা পড়ায় তাদের খরচ কম হচ্ছে, তাই দামও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব হচ্ছে।