দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার প্রভাব নেই কাঁচাবাজারে

কাঁচাবাজার
বাজার
0

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যার তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। দু-একটি ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৬০ টাকার মধ্যে। আজ (শনিবার, ২৪ আগস্ট) সকালে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত এক সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। পটল, ধুন্দল, বরবটি, ঢেড়শ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। অন্যদিকে গাজর ৮০ টাকা, কাঁচামরিচ ২০০-২২০ টাকা এবং টমেটো ১২০ টাকা দরে কিনছেন ক্রেতারা।

এক ক্রেতা বলছেন, ‘চিচিঙ্গা নিয়েছি ৩০ টাকার, ভেন্ডি নিয়েছি ৩০ টাকার, পটল নিয়েছি ১ কেজি ৫০ টাকার।’

আরেক ক্রেতা বলেন, ‘বন্যা চলছে। এর মধ্যে যে এত কমে তরকারি কিনতে পেরে আমি আর্শ্চয হয়ে গেছি।’

বিক্রেতারা বলেন, ‘আমার কাছে ২৮-৩০টা আইটেম আছে। এর মধ্যে ২-৩টা আইটেমের দাম একটু বেশি আর বাকিগুলো এখনো নাগালের মধ্যে রয়েছে।’

বন্যার প্রভাব পড়েনি জানিয়ে রাজধানীর বাজারগুলোর বিক্রেতারা বলছেন, বাজারে ঘাটতি না থাকলে দাম বাড়বে না। এদিকে ক্রেতাদের দাবি, পরিস্থিতি যেমনই হোক বাজারে সবকিছুর দাম নাগালের মধ্যে রাখা ছাড়া বিকল্প নেই।

tech