ইফতারিতে প্রচলিত খাদ্যপণ্যের দাম বেড়েছে গত বছরের তুলনায় প্রতিটি পণ্যে প্রায় ২০ থেকে ৩০ টাকা। গত বছর যে ছোলা-বুট বিক্রি হতো ৮০ থেকে ৯০ টাকায়; সেটি এ বছর বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
আর পিঁয়াজু বানানোর উপকরণ হিসেবে পরিচিত খেসারির ডালে কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এদিকে তেলের বাজারে সংকট কিছুটা স্বাভাবিক রয়েছে বলে দাবি বিক্রেতাদের।
বাজারে ২ থেকে ৫ লিটারের তেল পাওয়া গেলেও তা পেতে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।
এদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের তুলনায় এ বছর মাছের দাম কিছুটা কম রয়েছে। ক্রেতারা বলছেন, কেজিপ্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৪০ থেকে ৫০ টাকা।