মৌলভীবাজারে ৮০ টাকার নিচে মিলছে না সবজি, সরবরাহ নেই মাছের

মৌলভীবাজার
সবজি ও মাছের দাম বৃদ্ধি
কাঁচাবাজার
বাজার
1

বাজারে সবজি ও মাছের সরবরাহ কম থাকায় মৌলভীবাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। প্রকারভেদে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। সরবরাহ বৃদ্ধি না পেলে সবজি ও মাছের দাম কমার কোনো সম্ভাবনা নেই। বাজার তদারকি না থাকায় এমন অবস্থা অভিযোগ সাধারণ ভোক্তাদের।

মৌলভীবাজারে বেড়েছে প্রতিটি সবজির দাম। প্রতি কেজিতে পাইকারি পর্যায়ে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে যা খুচরা পর্যায়ে বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। বাজারে নতুন এসেছে সিম, বরবটি, বাঁধাকপিসহ বিভিন্ন প্রকারের সবজি। কিন্তু দাম চড়া যা সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে। যে কোনো প্রকারের সবজি ৮০ থেকে ১০০ টাকা দিয়ে খুচরা বাজারে ক্রয় করতে হয়।

এদিকে হাওর, বিল, নদী-নালার মাছের ঘাটতি থাকায় বাজারে চাষের মাছের দাম বেড়েছে। রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য মাছ কেজি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। কিছুটা দেশি মাছ পাওয়া গেলেও দাম চড়া। ব্যবসায়ীরা বলছেন হাওর বিলে পানি কম থাকাতে দেশি মাছের সরবরাহ না থাকায় বেড়েছে চাষের মাছের দাম। মাছের খাদ্য ও পরিবহন খরচ বাড়াতেও এর প্রভাব মাছ বাজারে পড়েছে।

সাধারণ ক্রেতারা মাছ ও সবজি ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বাজার অনেকটা নাগালের বাহিরে। এর কারণ হিসেবে বলছেন বাজারে নিয়মিত প্রশাসন ও ভোক্তা অধিকারের তদারকি না থাকায় সবকিছুর দাম এমন লাগামহীন।

ইএ