রাজশাহীর বাজারে ফলের দাম চড়া; ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের

রাজশাহী
ফলের বাজার
কাঁচাবাজার
বাজার
0

রাজশাহীর বাজারে দেশি ও বিদেশি সব ধরনের ফল বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে মৌসুমি ফলের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা অভিযোগ করছেন বাজার সিন্ডিকেট ও খুচরা বাজারে অতিরিক্ত দাম নেয়ার জন্য ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক ফলের দামই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে দেখা যায়, শীতকালীন দেশি ফলের মধ্যেও মূল্যবৃদ্ধি হয়েছে। জলপাই আজ কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা, আমলকী ২৫০ টাকা, সফেদা ২২০ থেকে ২৩​০ টাকা, পেয়ারা ৯০ থেকে ১০০ টাকা, দেশি জাতের কমলা ২৬০ থেকে ২৮০ টাকা এবং আতা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

এদিকে বিদেশি ফলেও দাম বৃদ্ধি পেয়েছে। বিদেশি কমলার দাম আজ কেজি প্রতি ৩৫০ থেকে ৩৮০ টাকা, আপেল ৩৩০ থেকে ৩৫০ টাকা, মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা, নাশপাতি ৩২০ টাকা এবং বেদানা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, আগের তুলনায় ফলের দাম এতটাই বেড়েছে যে নিয়মিত কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেকেই মনে করছেন, বাজারে যথাযথ তদারকি না থাকায় একটি বিশেষ মহল এই সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে।

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় তারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন, তাই খুচরা বাজারেও দাম বেশি। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

ইএ