হজের খরচ কমলো ৮৩ হাজার ২০০ টাকা

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলন
দেশে এখন
0

গতবছরের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে ২০২৪ সালের হজে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য বেসরকারি প্যাকেজ ঘোষণা করলো হাব। এবছর সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, আর বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন।

এর আগে গত ২ নভেম্বর সরকারি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সরকারি সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। আর বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

প্রতিবছর সরকারি প্যাকেজের চেয়ে বেসরকারি প্যাকেজের খরচ কম হলেও এবার হয়েছে উল্টো। সরকারি সাধারণ প্যাকেজের চেয়ে প্রায় ১১ হাজার টাকা বেশি রাখা হয়েছে হাবের প্যাকেজে।

গত বছরের চেয়ে এতো কমে কীভাবে প্যাকেজ করা হয়েছে জানতে চাইলে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন বলেন, বাড়ি ভাড়ার দূরত্ব বাড়ানোয় কমেছে প্যাকেজের মূল্য। সেইসঙ্গে বিমান ভাড়া কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদনও করেছে তারা।

এছাড়াও গত বছরের মদিনা রুটে ৩০ শতাংশ যাত্রীর বাধ্যবাধকতা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসায় গতবারের মতো শিডিউল বিপর্যয় হবেনা, এমন আশা হাবের।

আগামী ১৫ নভেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সেজু