পেঁয়াজের দাম বৃদ্ধি অনৈতিক : বাণিজ্য সচিব

ঢাকা
বাজার
দেশে এখন
0

পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধি অনৈতিক।’

রোববার (১০ ডিসেম্বর) ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের নৈতিকভাবে ব্যবসা করার আহ্বান জানান বাণিজ্য সচিব ।

বাণিজ্য সচিব বলেন, উৎপাদন বাড়াতে বেশকিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া হয়। কিন্তু ছাড় দিতে গেলেও রাজস্ব আহরণে ভাটা পড়ে। তাই এখানে ব্যবসায়ীদেরও দায়িত্ববোধ আছে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, ‘ভারত সরকারের নিষেধাজ্ঞার পর দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। এটি দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। ব্যবসায়ীদের বুঝতে হবে এ দেশের জনগণের জন্যই তারা ব্যবসা করেন। অবশ্যই লাভ করবেন, কিন্তু একদিনেই পণ্যের দাম বেড়ে যায় কীভাবে? যখন আমদানি বন্ধ হয়ে যায় তখনই কিছু ব্যবসায়ী এই সুযোগ নিয়ে থাকেন।'