এরপর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ধানমন্ডির বাসভবনে যান, সেখানে বঙ্গবন্ধু ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পরিবারের সদস্য ছোটবোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছোট ছেলে ববিকে সাথে নিয়ে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ১৫ আগস্ট তার পরিবারের নিহত অন্য সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বনানীতে ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া পাঠ করা হয়।