রাজধানীর মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিহত ২

দেশে এখন
0

রাজধানীর তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকশ' ঘর। আগুনে পুড়ে মারা গেছেন দুইজন। দগ্ধ হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে এফডিসি গেইট সংলগ্ন এলাকার ওই বস্তিতে আগুনের ঘটনা ঘটে।

এই বস্তিতর ৩১০টি ঘরে বসবাস করতেন নিম্নআয়ের প্রায় আড়াই হাজার মানুষ। যাদের অনেকেই কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েছিলেন- সকালের অপেক্ষায়। কিন্তু সেই ঘুম ভেঙে যায় আগুন আগুন চিৎকারে। অনেকেই তাদের ঘরের মূল্যবান জিনিসপত্র সরাতে পারেনি। কোনমতে প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছেন।

স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ১৩টি ইউনিট নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত- এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে তেজগাঁও ইউনিটের পাশাপাশি মোহাম্মদপুর, মিরপুর থেকেও একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

|undefined

আগুনে পুড়ে ছাই বস্তি। সেখানেই বস্তিবাসীরা খুঁজছেন শেষ সম্বল।

তেজগাঁও ফায়ার সার্ভিসের তথ্যমতে, দুজন আগুনে পুড়ে মারা গেছে। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহ। দগ্ধ দুইজন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এসএস