সোমবার (২২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী। এসময় একইসঙ্গে আরও পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
দায়িত্বপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং ইকবালুর রহিম একাদশ সংসদেও হুইপের দায়িত্ব পালন করেছেন।