দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চ পর্যায়ে নিতে চায় সৌদি

দেশে এখন
0

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বুধবার (৩১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে ঐতিহাসিক বন্ধন। সৌদি সরকারের দূরদর্শী নেতৃত্ব ও বৈশ্বিক ইস্যূতে সৌদি আরবের সাম্প্রতিক সংস্কার ও উদীয়মান ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান দেশটির শুরা কাউন্সিলের সভাপতি। বলেন, 'সৌদি আরব সবসময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং ঢাকার সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।'

এসএস