বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় চার মামলা

বান্দরবান
দেশে এখন
0

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় চারটি মামলা রেকর্ড করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ এপ্রিল) রুমা ও থানচি থানায় মামলাগুলো রেকর্ড করা হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী।

তিনি জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামী করে এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে বান্দরবানের রুমা উপজেলায় হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা চালায়।

এসময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে রুমা শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র ওই বাহিনী।

এর আগে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্তি দিতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কেএনএফ।

এছাড়া পরদিন দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এসময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তারা।