জয়দেবপুর জংশনে মালবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কা

দেশে এখন
0

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটারে থেমে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, কমিউটার ট্রেনটির চালকের ভুল বা সিগনাল ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার, ৩ মে) সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে থেমেছিল তেলবাহী একটি ট্রেন। ট্রেনটি কমলাপুর থেকে রওনা দিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিল।

টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে সরাসরি ধাক্কা দেয়।

|undefined

এতে কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। দুমড়েমুচড়ে যায় বেশ কিছু বগি। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

এর মধ্যে কমিউটার ট্রেনটির চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

|undefined

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, আজকে টাঙ্গাইল কমিউটার ট্রেনের কোনো শিডিউল ছিল না। এটি টাঙ্গাইল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিল পরদিন যাত্রী বহন করার জন্য। শিডিউল না থাকায় ট্রেনে কোনো যাত্রী ছিল না। সেজন্য হতাহতের সংখ্যা কম রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় সবশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। তবে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী। পরে বেলা ১২টার পর শুরু হয় উদ্ধার কার্যক্রম।

|undefined

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ের প্রাথমিক তথ্যে বলা হচ্ছে, কমিউটার ট্রেনটির চালকের ভুল বা সিগনাল ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এসএস