ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া কাভার্ডভ্যান আটকে আছে ট্রেনের সাথে। একটি-দুটি নয় অন্তত আটটি যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের। এরমধ্যে কয়েকটি যানবাহন কাটা পড়ে ট্রেনের নিচে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সংগঠিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হয় এক শিশুসহ অন্তত ৬ জন।
দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দেন সবাই।
স্থানীয়রা জানান, কালুরঘাট ব্রিজে একইসাথে ট্রেন ও যানবাহন চলাচল করে। তবে, ট্রেন আসলে উভয় মুখে যানবাহন বন্ধ রাখা হয়। এছাড়া নিয়ম অনুযায়ী, সেতুতে গাড়ি থাকলে ট্রেনটি সেতুতে ওঠার আগে গতি কমিয়ে থামার কথা। কিন্তু চালক না থামিয়ে সেতুতে উঠে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
আহত ৬ জন চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।