এখনও ভিসা পাননি ৯ হাজার ৩৭৭ জন হজযাত্রী

দেশে এখন
0

হজযাত্রার পঞ্চম দিনেও ৯ হাজার ৩৭৭ জন যাত্রীর ভিসা জটিলতা কাটেনি। এদিকে আজ (সোমবার, ১৩ মে) ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৩২শ’ যাত্রী। আর গেল ৪ দিনে প্রায় সাড়ে ১২ হাজার যাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আগামী দুই দিনের মধ্যে সবার ভিসা হয়ে যাবে। ভিসা নিয়ে কোনো শঙ্কা নেই। একইসঙ্গে যাদের ভিসা হয়নি তাদের ফ্লাইট মিস করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এছাড়া হজযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। হজক্যাম্পের পরিচালক জানান, প্রথম দিকের যাত্রীদের ভিসা ও টিকিট ইস্যু হয়ে গেছে। ফ্লাইট মিস হওয়ার কোনো জটিলতা তৈরি হবে না।

চলতি বছর নিবন্ধনকারী ৮৩ হাজার ২০৯ জন হজযাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ২২৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস।

এর আগে সৌদি সরকারের কাছে ভিসার আবেদনের সময় বাড়াতে চিঠি পাঠায় বাংলাদেশ। তবে দেশটির পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।