সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে ডোনাল্ড লু

দেশে এখন
0

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ (মঙ্গলবার, ১৪ মে) রাত সোয়া ৮টায় সালমান এফ রহমানের বাসভবনে পৌঁছায় তার গাড়িবহর।

নৈশভোজে ডোনাল্ড লুর সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স প্রধান নেট হ্যাফট ও পলিটিক্যাল ইউনিট প্রধান সারাহ আলদ্রিস। আরও রয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তা।

সালমান এফ রহমানের আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র মাসুদ বিন মোমেন।

এছাড়া বাংলাদেশি কূটনীতিক ফারুক সোবহান, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদসহ আরও কয়েকজনের নৈশভোজে উপস্থিত থাকার কথা রয়েছে।

|undefined

এর আগে আজ সকালে দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছান ডোনাল্ড লু। শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

এই সফরে ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারের বিষয়ে কথা বলবে ঢাকা ও ওয়াশিংটন। এছাড়া দু’দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি ডোনাল্ড লুর প্রথম বাংলাদেশ সফর।

এই সফরের বিষয়ে গতকাল সোমবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছিলেন, 'ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে ভিসানীতি, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয় সহজীকরণ করার প্রস্তাব থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য।'

ড. হাছান মাহমুদ জানান, ডোনাল্ড লুর সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা করা হবে।