‘আদালতে অনেক বিচারক বসার জায়গা পান না, টিনের ছাদের নিচে চলে বিচারকার্য’

ঢাকা মহানগর দায়রা জজ আদালত
আইন ও আদালত
0

আদালতে অনেক বিচারক এখনও বসার জায়গা পান না, টিনের ছাদের নিচে বসে বিচারকার্য চালান— এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিন সিনিয়র জজ মো. জাকির হোসেন। আজ (সোমবার, ২১ জুলাই) সকালে ১ হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলার গ্রেপ্তার শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হলে এক পর্যায়ে এমন মন্তব্য করেন তিনি।

শুনানির শুরু হওয়ার আগে আদালতের কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে বিচারকের দিকে তাকিয়ে ছিলেন সালমান এফ রহমান।

এক পর্যায়ে সালমান এফ রহমানসহ আদালতের এজলাসে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ঢাকা মেট্রোপলিন সিনিয়র জজ মো. জাকির হোসেন বলেন, ‘সেখানে জনগণই ঢোকার অধিকার পায়না। এমনকি আদালতে অনেক বিচারক এখনও বসার জায়গা পাননা। টিনের ছাদের নিচে বসে বিচার কার্য চালান। বিচার ব্যবস্থাকে কেউ মানুষের কল্যাণকর জায়গা হিসেবে গড়ে তুলে নাই। দীর্ঘদিন চেষ্টা করে মহানগর আদালতের এজলাস সংস্কার করেছি।’

তিনি বলেন, ‘দেশের মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চবিত্তরা বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যান। কিন্তু সাধারণ মানুষ এদেশে অপচিকিৎসার শিকার হন।’

এরপর, কোনো সরকারই দায়িত্ব নিয়ে এ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করেনি উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, আপনারা দীর্ঘদিন সরকারে থেকেও কেন এ চিকিৎসা ব্যবস্থার উন্নতি করেননি? —এ প্রশ্নের কোনো উত্তর দেননি সালমান এফ রহমান। 

জজ জাকির আরো বলেন, ‘বিগত সময়ে অনেক বে-আইনি আইন তৈরি করা হয়েছে এবং এর পক্ষে অনেকে সাফাইও করেছেন।’

একজন রাষ্ট্রের কর্মচারীকে বিচারের দায়িত্ব দিলে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে?— বিচারক এমন প্রশ্ন ছুড়ে দেন এজলাসে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাঝে।

সকলের মাঝে তখন সালমান এফ রহমান ‘না’ সূচক মাথা নাড়ান।

এসএইচ