আশুলিয়ায় গুলিবিদ্ধ মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম ট্রাইব্যুনালে

আইন ও আদালত
দেশে এখন
0

ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে তোলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়া থানার সাবেক পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় আনা হয়েছে। পরে আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের রহিংগা ক্যাম্পের ১৬ এপিবিএন এ দায়িত্বরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে আশুলিয়ায় মরদেহের স্তূপে ও পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

আসামী শহিদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর জানান, শহিদুল ইসলাম রুবেল জুলাই- আগস্ট গনহত্যা হামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। ২০ নভেম্বর নিয়ম অনুযায়ী তাকেও হাজির করা হবে আদালতে।

সেজু