রাত ১০টার মধ্যে উপদেষ্টাদের অর্থোপেডিক হাসপাতালের সামনে আসার আল্টিমেটাম

দেশে এখন
0

রাত দশটার মধ্যে চার উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসার আল্টিমেটাম দিয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। আজ (বুধবার, ১৩ নভেম্বর) সন্ধ্যায় এ আল্টিমেটাম দেয়া হয়।

এর আগে, সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ আন্দোলনরতদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন।

তাদের কাছে বিক্ষোভকারীরা জানান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসতে হবে।

তবে কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে তারা রাজপথে অবস্থান করেছেন তা জানাতে অস্বীকৃতি জানান বিক্ষোভকারীরা।

এর আগে একইদিন দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে হাসপাতালে ভর্তি আহতদের বিক্ষোভের মুখে পড়েন। এরপর দুপুর ১টা থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা।

এএইচ